পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তাররা হলেন, মো. সুলেমান (২৮) ও মো. আকরাম (১৯)। দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করত। পরে তা ঢাকার সাভার, ধামরাই এবং আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৬   ৮৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতনের অভিযোগ, জড়িতদের বিচারের দাবি মির্জা আব্বাসের
নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব
জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা
সংস্কার করে লাভ কী হয়েছে?
স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি



আর্কাইভ