ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা

ঝিনাইদহের শৈলকুপায় আব্দুল জলিল মোল্লা (৭০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছেন প্রতিপক্ষরা। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে গ্রামের লাঙ্গলবাধ বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

আব্দুল জলিল মোল্লা ওই গ্রামের মৃত জহর মোল্লার ছেলে। তিনি লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানান, বুধবার রাত ৮টার দিকে জলিল মোল্লা লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে লাঙ্গলবাঁধ বাজার এলাকার সাকোর কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের কয়েকজন তার ওপর হামলা চালান। হামলাকারীরা জলিল মোল্লাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। পায়ের রগ কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘জলিল মোল্লা নামে এক বৃদ্ধ আহত হয়েছেন শুনেছি। কিন্তু তাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪৫   ৪ বার পঠিত  




খুলনা’র আরও খবর


ঝিনাইদহে ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিলেন প্রতিপক্ষরা
বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হতে পারে: পরওয়ার
খুলনায় জাতীয় যুব দিবসে ১১১ জনকে ঋণের চেক বিতরণ
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মুক্তিযুদ্ধের পর এদেশে সব চাইতে বড় ঘটনা হলো জুলাই অভ্যুত্থান : মনির হায়দার



আর্কাইভ