
বরিশালের সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদারকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়া গাজীর খেয়াঘাট সংলগ্ন একটি বিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, রাসেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও একাধিক মামলার অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখছিল পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে তার বাড়ির আশপাশে পুলিশ অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা ইন্সপেক্টর সগীরের নেতৃত্বে থাকা দল তাকে ধাওয়া দিয়ে আটক করে। তবে তার সহযোগী ‘ল্যাপটপ বাবু’সহ কয়েকজন এখনো পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তথ্য অনুযায়ী, প্রায় দেড় যুগ ধরে রাসেল মাদক ব্যবসায় জড়িত। আওয়ামী লীগের এক প্রভাবশালী স্থানীয় নেতার ঘনিষ্ঠজন হওয়ায় ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তার প্রভাব আরও বেড়ে যায় এবং প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও অর্থ সহায়তার বিনিময়ে সে স্থানীয়ভাবে ক্ষমতাধর হয়ে ওঠে।
পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বরিশালে যোগদানের পর রাসেল ও কাশিপুর এলাকার আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেন। রমজান মাসে কাশিপুরের রাসেলকে গ্রেফতারের পর চরবাড়িয়ার রাসেলকেও আটক করা সম্ভব হয়েছে।
কমিশনার জানান, আটক রাসেলের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ছাড়াও তার কাছে অবৈধ রিভলভার থাকার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ ও অভিযান চলছে। তিনি আরও বলেন, সমাজের অসংগতি ও মাদক ব্যবসায়ীদের মুখোশ উন্মোচনে গণমাধ্যম এগিয়ে আসুক, পুলিশ শতভাগ সহযোগিতা করবে।
বাংলাদেশ সময়: ১৭:১২:৩৭ ৩ বার পঠিত