সংস্কার করে লাভ কী হয়েছে?

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংস্কার করে লাভ কী হয়েছে?
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



সংস্কার করে লাভ কী হয়েছে?

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনেক হয়ে গেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মইনুদ্দিন-ফখরুদ্দিনও সংস্কার করেছিলেন। আর এর পরিণতি হিসেবে ফ্যাসিস্টদের দুঃশাসনও দেখেছি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সংস্কার করে লাভ কী হয়েছে? মইনুদ্দিন-ফখরুদ্দিনও সংস্কার সংস্কার করেছিলেন। এর পরিণতি আমারা পেয়েছি। তাদের সংস্কারে দেখেছি, শেখ হাসিনার ফ্যাসিস্টদের দুঃশাসন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সময় তো অনেক হলো। এক বছর হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে। এর মধ্যে সংস্কার করা তো যাবে।

তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরা জনগণের চাওয়াকে ধারণ করেন। সংবিধান সংশোধন কিংবা নতুন আইন প্রণয়ন করার প্রয়োজন হলে সেটা তারা করবে।

‘কিন্তু বার বার নির্বাচনকে আকাশের তারার মতো দূরে ঠেলে দিলে গণতন্ত্রের জন্য মহাবিপদ অপেক্ষা করবে’, যোগ করেন রিজভী।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৩   ৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতনের অভিযোগ, জড়িতদের বিচারের দাবি মির্জা আব্বাসের
নির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো শক্তি নেই এটি প্রতিহত করবে : প্রেসসচিব
জাতীয় নির্বাচন ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই : ধর্ম উপদেষ্টা
সংস্কার করে লাভ কী হয়েছে?
স্বাধীনতা দিবসে ১০৪ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি



আর্কাইভ