বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি
শনিবার, ২ আগস্ট ২০২৫



বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করবে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে। জাতিসঙ্ঘ-সমর্থিত বিশেষজ্ঞরা বলছেন, গাজা দুর্ভিক্ষের দিকে হচ্ছে।

রোম থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেছেন, ‘আমি চলমান সংঘাতের ফলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহণ এবং বিমান ত্রাণসামগ্রী ফেলার জন্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে একটি মিশনের অনুমোদন দিয়েছি।’

তিনি বলেন, ইতালির বিমান বাহিনী জর্ডানের সেনাবাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে, যাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী সম্বলিত বিশেষ কন্টেইনার আকাশ থেকে ফেলা যায়। আগামী ৯ আগস্ট বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলা শুরু করা হবে।

এদিকে শুক্রবার স্পেন জানিয়েছে, তারা গাজায় ব্রিটেন ও ফ্রান্সের সাথে সমন্বয় করে ১২ টন খাদ্য বিমান থেকে ফেলেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিলে ফিলিস্তিনি ভূখণ্ডে বিমানের মাধ্যমে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সরবরাহ পৌঁছে দিচ্ছে ব্রিটেন, ফ্রান্সসহ অন্যান্য দেশ।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০৮   ২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলবে ইতালি
ভারতের ‘অপারেশন মহাদেব’ সম্পূর্ণ বানোয়াট : পাকিস্তান
মহাকাশ থেকে অগ্ন্যুৎপাতের কথাও জানাবে স্যাটেলাইট নিসার
প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান
রাশিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধের ‘প্রস্তুতি’ নিচ্ছেন ট্রাম্প?



আর্কাইভ