
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় ‘উপযুক্ত অঞ্চলে’ দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
কেন দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউসে সাংবাদিকদের পশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার একজন সাবেক প্রেসিডেন্ট একটি হুমকি দিয়েছেন। আমরা এটিকে উপযুক্ত মনে করিনি। সুতরাং আমাকে সতর্ক হতে হবে। আমি আমাদের জনগণের নিরাপত্তার প্রয়োজনে এটি করেছি। আমরা আমাদের মানুষের সুরক্ষা দিতে যাচ্ছি।’
ট্রাম্প জানান, তিনি পারমাণবিক অস্ত্রের কোনো হুমকিকে হালকাভাবে নিতে পারবেন না এবং আমেরিকাকে সবসময় যেকোনো সম্ভাব্য সংঘাতের জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকতে হবে।
রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশের বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।
এর আগে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেভের সাম্প্রতিক বক্তব্যকে অত্যন্ত উসকানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘তার (মেদভেদেভের) এই বোকামি এবং উসকানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি।’
তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে, তা স্পষ্ট করেননি তিনি। ট্রাম্প আরও বলেন, ‘কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তবে আমি আশা করি এটি এমন কোনো ঘটনা হবে না।’
ক্রেমলিন এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির পার্লামেন্ট ডুমার সদস্য ভিক্টর ভোডোলাটস্কি ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন মহাসাগরে আমেরিকার তুলনায় যথেষ্ট সংখ্যক বেশি পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ রয়েছে রাশিয়ার।
ট্রাম্প ও মেদভেদেভ সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন।
এটা শুরু হয়েছে ট্রাম্প যুদ্ধ অবসানে পুতিনকে ৮ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়ার পর থেকে। তবে এমন কিছু করার লক্ষণ পুতিনের মধ্যে এখনো দেখা যাচ্ছে না।
সূত্র: আরটি, বিবিসি
বাংলাদেশ সময়: ১২:২৯:২৩ ৫ বার পঠিত