
নারায়ণগঞ্জ সদর থানা মহানগর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (১ আগস্ট) বিকালে শহরের পুরাতন জিমখানা এলাকায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা বলেন, “জাতীয়তাবাদী দলের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতা-কর্মী, সেই সাথে দলের জন্য ক্ষতিকর হলো, যদি কোন নতুন সদস্য সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের দোসর, যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয়। কিন্তু বর্তামন সময়ে ভালোভাবে চলার এবং চাঁদাবাজীর জন্য এই সদস্য ফরম সংগ্রহ করে সেটি দলের জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র নেত্রীবৃন্দের সচেতন ভাবে সদস্য নবায়ন করার আহ্বান জানান”।
মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সদস্য আমিনুর ইসলাম মিঠু, সাবেক সদস্য মোহাম্মদ হোসেন কাজল, সাবেক সহসভাপতি মো. তাহের আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনছুর উদ্দিন পলিন, জেলার যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামাল, শহর বিএনপির সাবেক সহসভাপতি মো. আনোয়ার দেওয়ান, শহর বিএনপি সাবেক সহসভাপতি মো. আবুল হোসেন সরদার, সাবেক কোষাধ্যক্ষ মো. সুজন মাহামুদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর বেপারী, ১৪নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. দিদার খন্দকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯:২১:৫৭ ৮ বার পঠিত