
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে কোনোভাবেই ছাড় পাবে না।
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না।
এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে, তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান তিনি।
৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না- গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। সবাই যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে, তাতে কোনো শঙ্কার কারণ দেখছি না।
থানা পরিদর্শনের পর উপদেষ্টা রায়েরবাজার কবরস্থানে যান। সেখানে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩:২৭:০৭ ৪ বার পঠিত