গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের

প্রথম পাতা » খেলা » গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের
শনিবার, ২ আগস্ট ২০২৫



গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের

গামিনি ডি সিলভাকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করার আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম। আগামীতে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও, এ বছর বাড়তি একটি ভেন্যুতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি।

মিরপুর শের এ বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে ক্রিকেটাররা। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে মিরপুরের ২২ গজের সমালোচনা ভয়াবহ রূপ নেয়। এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি। তাই মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভাকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তাকে সরিয়ে নতুন করে মিরপুরে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করতে চায় বিসিবি। একইসঙ্গে চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

চট্টগ্রামে ‘এ’ দলের প্রস্তুতি দেখতে গিয়ে সেখানে গণমাধ্যমে আলাপকাপে ফাহিম বলেন, ‘মিরপুরের উইকেট মোটেও সন্তোষজনক নয়। এটা আমরা সবাই স্বীকার করি। এটা যে প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, সে প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে হবে হয়তো। আমি আশা করছি, সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এসব জায়গাতে।’

এদিকে বিপিএলকে ভিন্ন মাত্রা দিতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি লিগটি আয়োজনে কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ আলোচনাও করেছে। এরইমধ্যে তাদের সাক্ষাৎকারও শেষ হয়েছে। বিপিএলের পরবর্তী আসরে নতুন একটি ভেন্যু যোগ করতে চায় বিসিবি। পর্যায়ক্রমে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে লিগটি আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে ফাহিম বলেন, ‘ভবিষ্যতে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে দাঁড় করাব। আমাদের ইচ্ছে আছে, এ বছর যদি একটি অতিরিক্ত মাঠে বিপিএলটা করতে পারি, তিন থেকে চারটা ভেন্যু করতে পারি, খুবই খুবই ভালো হবে। আমরা আশা করছি যে করতে পারব। পর্যায়ক্রমে যদি আমরা সাতটি দল নিয়ে বিপিএল করি, ছয়-সাতটা যদি আমাদের ভেন্যু থাকে, সেক্ষেত্রে বিপিএলটা অন্য লেভেলে চলে যেতে পারে।’

বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৯   ৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ
টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান আর্জেন্টিনার
গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড



আর্কাইভ