হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

প্রথম পাতা » চট্রগ্রাম » হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫



হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, চোরাই স্বর্ণ ও রূপা, চেতনানাশক ও ডাকাতির সরঞ্জামসহ এক ডাকাত সদস্য, তার সহযোগী, এক নারী ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও হাতিয়া থানা পুলিশের যৌথ অভিযানে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডাকাত শামীম বাহিনীর সক্রিয় দুই সদস্য মো. সোহেল (২৩), মো. সুমন উদ্দিন (৩৫) ও তাদের নারী সহযোগী মোছা. পারুল বেগমকে (৩২) আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, ২ বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা তামার ওপর স্বর্ণ প্রলিপ্ত চুড়ি এবং ১০ ভরি ১৩ আনা চোরাই রূপার অলংকার।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজারে অবস্থিত প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময় ডাকাতি করা ২০ ভরির স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চোরাই স্বর্ণ ব্যবসা ও মজুদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ওই জুয়েলার্সের মালিক উজ্জল বণিক (৪২) কে আটক করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘আটকদের বিরুদ্ধে অস্ত্র ও চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৫৩   ৩৭ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার
বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হলে মতপার্থক্য দূর করতে হবে: এ্যানি
সম্পর্ক উন্নয়নে দু’দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন : পাক বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫



আর্কাইভ