নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার লাভবান হবে: জাহিদ হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার লাভবান হবে: জাহিদ হোসেন
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার লাভবান হবে: জাহিদ হোসেন

জাতীয় নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার ও তাদের সুবিধাভোগীরাই লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ’ এর উদ্যোগে ‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, কিছু রাজনৈতিক দল নানা দাবি তুলছে, যেমন—পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু এর ইঙ্গিত ভেবে দেখা দরকার। যদি নির্বাচন প্রলম্বিত বা বিলম্বিত হয়, তখন লাভবান হবে কারা? লাভবান হবে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া সুবিধাভোগীরা। তারা প্রশাসন, বিচারালয়, ব্যবসা-বাণিজ্য সর্বত্র ছড়িয়ে আছে। দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে যেন নির্বাচন না হয়। ফলে বিশৃঙ্খলা তৈরি হলে উপকার পাবে পলায়নকৃত স্বৈরাচার। আপনারা যারা বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা, সেটি কি বিবেচনা করেছেন?

তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আর বিলম্ব নয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনকে যে রিকোয়েস্ট করেছেন, এখন আমরা চাই অনতিবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে।

ডা. জাহিদ বলেন, আজ যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজ কোনও কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এজন্য কি আপনারা ২০২৪ সালের ৩৬ জুলাই করেছিলেন? আমি এখনো বলব, ভাইয়েরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাফ দিয়ে পড়বেন না।

তিনি বলেন, দয়া করে দেয়ালের লিখন পড়তে শিখুন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন। কোনও অবস্থাতেই গায়ের জোরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। গায়ের জোর থাকা ভালো। গায়ের জোর কোন পারপাসে আপনি ব্যবহার করবেন, সেটি আপনার মনে রাখতে হবে। গায়ের জোর যদি আপনি ন্যায়ের জন্য করেন আপনাকে মানুষ সাধুবাদ জানাবে, গায়ের জোর যদি আপনি অন্যায়ের জন্য ব্যয় করেন মানুষ কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে না। তখন মানুষ আপনাকে বলবে আপনি উগ্রপন্থা অবলম্বন করছেন।

জাহিদ বলেন, বৃহস্পতিবার দেখলাম বদিউল আলম মজুমদার বলেছেন, পিআর পদ্ধতি হলে সত্যিকার অর্থে ধ্বংসের দিকে দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ কি এটা বহন করতে পারবে? তিনদিন পরপর সরকার পরিবর্তন হবে। বাংলাদেশের মানুষ জানে, সে কাকে ভোট দিতেছে? কে তার প্রতিনিধি? কে তার জন্য কাজ করবে? এলাকা উন্নয়নের জন্য কাজ করবে? মানুষ তাকে দেখতে চায়- মানুষের মেন্টাল মেকআপ হচ্ছে এই ধরনের।

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল লতিফ মাসুমের সভাপতিত্বে সভায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন, আবুল কাশেম চৌধুরী, গাজী মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:২৮   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সাংস্কৃতিক জোটের নতুন সাধারণ সম্পাদক দীনাকে আনোয়ার হোসেনের অভিনন্দন
নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচার লাভবান হবে: জাহিদ হোসেন
গুম হওয়া পরিবারের পাশে থাকবে বিএনপি: ফখরুল
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মাদকদ্রব্যসহ আটক-২
সিদ্ধান্ত গ্রহণে ‘ইয়ুথ ভয়েস মেকানিজম’র উদ্বোধন



আর্কাইভ