দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

প্রথম পাতা » চট্রগ্রাম » দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫



দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

দেশপ্রেম ও মানবকল্যাণে সকলকে ভালো কাজে উৎসাহিত হতে আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি আজ শুক্রবার খাগড়াছড়ি জেলার মহাজনপাড়ায়, বাবু পদ্মরঞ্জন চাকমার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষ্যে আয়োজিত ধর্মীয় পূণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে এ আহ্বান জানান।

পার্বত্য উপদেষ্টা বলেন, ‘মানুষের জন্ম, মৃত্যু ও কর্মফলই তার আত্মিক উন্নয়নের প্রতিফলন। যাদের পূর্বজন্মে সৎকর্ম ছিল, তাদের পরবর্তী জীবনেও তা বজায় থাকে।’

তিনি আরো বলেন, কর্মফল ভালো হলে পুনর্জন্মও শুভ হয় এবং পুণ্য কর্মের মাধ্যমে নির্বাণ লাভ সম্ভব হবে।

অনুষ্ঠানে পরলৌকিক সদগতি ও মঙ্গল কামনায় বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অট্টপরিখখার দান, পিণ্ড দান ও চীবর দানসহ নানা ধর্মীয় দান কর্ম সম্পাদিত হয়।

অনুষ্ঠানে বাবু পদ্মরঞ্জন চাকমার পুত্র, সরকারি কর্মকর্তা নিপুন চাকমা পিতার স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

এতে আরো উপস্থিত ছিলেন কাটাছড়ি বনবিহারের অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির, মৈত্রীপুর অরণ্য কুটিরের বিমলানন্দ মহাস্থবির, আর্যপুর বনবিহারের আর্য বোধি মহাস্থবিরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

নিপুন চাকমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাংলাদেশ সময়: ২০:২৮:০৭   ২ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


দেশপ্রেম ও মানবকল্যাণে উৎসাহিত হওয়ার আহ্বান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার
বৃহত্তর স্বার্থ চিন্তা করতে হলে মতপার্থক্য দূর করতে হবে: এ্যানি
সম্পর্ক উন্নয়নে দু’দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন : পাক বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৫



আর্কাইভ