
ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জেলা প্রশাসন ।
শুক্রবার (২২ আগস্ট) সকালে জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল মিঞা জানান, অনিবার্য কারণে ২০ আগস্ট থেকে কার্যকর হওয়া বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়া স্থগিত করা হলো। ফলে আগের মতোই ৫০ টাকা ভাড়া বহাল থাকবে।
গত ২০ আগস্ট ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হলে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তবে এবারের প্রতিবাদ ছিল মূলত অনলাইনভিত্তিক। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও সামাজিক আন্দোলনের নেতারা বাস ভাড়া বৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানান।
প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা–নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করেন। হঠাৎ ভাড়া বৃদ্ধির কারণে প্রতিদিন প্রায় ১ লাখ টাকা অতিরিক্ত আদায় হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিভিন্ন হিসাব অনুযায়ী খরচ বাদ দিয়েও প্রতিটি বাস দৈনিক গড়ে ১০ থেকে ১৩ হাজার টাকা লাভ করে। এ অবস্থায় মালিকপক্ষের লোকসানের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী অধিকারকর্মীরা।
২০২৪ সালের ১৬ নভেম্বর দীর্ঘ দাবির মুখে ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল এবং প্রথমবারের মতো ছাত্রদের জন্য হাফ ভাড়া চালু হয়। নয় মাস পর ফের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত এলে নারায়ণগঞ্জে বসবাসরত গণমানুষের প্রতিবাদে আজ তা প্রত্যাহার করল জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১২:১৩:১৮ ৫ বার পঠিত