
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় পাঁচ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন - আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (৩২) ও মো. সোহাগ (৩২)। আহতদের মধ্যে আছেন- সৈকত দাশ, অগ্নি দাশ, কোকিল দাশ ও দীপু দাশ ও অজ্ঞাত ১জন। এরা সকলেই মাছ ব্যবসায়ী।
তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড উপজেলা থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের দিকে যাচ্ছিল বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন।
তিনি আরও বলেন, গাড়িটিতে অবস্থান করা ১০ জনই মাছ ব্যবসায়ী ছিলেন।
এদিকে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটির সামনে তিন জন ও পেছনে সাত জন যাত্রী ছিলেন। নগরের সিটি গেট এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হন।
পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত অবস্থায় আরও পাঁচ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।
লাশ পুলিশি হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:২৯ ৫ বার পঠিত