সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারি » সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব
রবিবার, ১৭ আগস্ট ২০২৫



সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব

ভূমির সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে মানব সভ্যতা। ভূমি মানুষের জীবনের চেয়েও বেশী প্রিয়। সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ। ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মানুষের ভূমির মালিকানা স্বত্ত নির্ধারণ করে পর্চা, খতিয়ান ও নক্সা প্রণয়ন করে। যা ভূমির মালিকানা স্বত্ত নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল ভূমি রেকর্ড ভূমি বিষয়ক সকল তথ্য কম্পিউটার বা ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হয়। এর মাধ্যমে ভূমি মালিকানা, জমির পরিমাণ, নকশা, খাজনা এবং অন্যান্য ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে পাওয়া যায় এবং সহজে ব্যবস্থাপনা করা যায় বলেন; ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

আজ(বরিবার) রাজধানীর তেজগাঁও-এ ভূমি ভবনের কনফারেন্স হলে ‘জোনাল সেটেলমেন্ট অফিসার ও চার্জ অফিসারগণের ভূমি জরিপ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন কোর্সে’ ‘’উদ্বোধনী অনুষ্ঠানে’’ তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; আধুনিক জনকল্যাণকর রাষ্ট্র বির্ণিমানের লক্ষ্য অর্জনের জন্য ভূমি রেকর্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হয়েছে। ভূমি জরিপে চালু করা হয়েছে ডিজিটাল পদ্ধতি। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে খতিয়ান মুদ্রণ, নক্সা মুদ্রণ ও নক্সা প্রস্তুত করণ চলছে। ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়তা করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই প্রশিক্ষণের মাধ্যমে জোনাল সেটেলমেন্ট অফিসারগণ ভূমি বিষয়ক কার্যক্রম আরও দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম হবেন এবং সরকারের ভূমি বিষয়ক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মোঃ সাইদুর রহমান। তিনি বলেন; এই কোর্সের মূল উদ্দেশ্য হলো আধুনিক ভূমি জরিপ কৌশল ও পদ্ধতি,ভূমি রেকর্ড হালনাগাদ করা, তথ্য-প্রযুক্তির সমন্বয়, ভূমি আইন,ভূমি ব্যবস্থাপনা নীতি,ভূমির মালিকানার বিরোধ নিস্পত্তি এবং সঠিক রেকর্ড সংরক্ষণ সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি করা। এই প্রশিক্ষণে বাস্তবমুখি অনুশীলন, ক্ষেত্রভিত্তিক কেস স্টাডি এবং আইনগত দিকনির্দেশনা প্রদান করা হবে, যাতে অংশগ্রহণকারীরা তাদের কর্মস্থলে আরো কার্যকরভাবে ভূমিকা পালন করতে সক্ষম হন,জনকল্যাণ জনআকাঙ্খা পুরণে ভূমিকা রাখবেন। এছাড়া, মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জনেও সহায়তা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূম সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী; ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড.মো:মাহমুদ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কোরিয়া সরকারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা’ অনুষ্ঠিত হয়। সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সভাপতিত্ব করেন।

সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(আইন অনুবিভাগ)মো: আব্দুর রউফ,এনডিসি অতিরিক্ত সচিব(উন্নয়ন অনুবিভাগ)মো: এমদাদুল হক চৌধুরীসহ পরিকল্পনা মন্ত্রণালয়,ইআরডি ও এনবিআর এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৮   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব



আর্কাইভ