
ভারত-পাকিস্তানের উত্তেজনার জেরে চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে পাকিস্তান ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে। সোমবার (৫ মে) সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়, ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান।
ভারতের সাথে পাকিস্তানের চলমান দ্বন্দ্বে এটি কয়েক দিনের মধ্যে সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। পহেলগামের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে নয়াদিল্লির কঠোর পদক্ষেপের পর এটি উৎক্ষেপণ করল ইসলামাবাদ। যা দু’দেশের সম্পর্ককে চরম অবনতির দিকে নিয়ে গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিবৃতিতে জানিয়েছে, ‘উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপযুক্ততা যাচাই করা।’
পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরাও এই উৎক্ষেপণটি পর্যবেক্ষণ করেছিলেন।
তারা দেশের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবেলায় পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
গত মাসে ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ তোলে।
এরপর পাকিস্তান জানায় ভারত সামরিক আক্রমণের পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার সমর্থকদের ‘তাদের কল্পনার বাইরে’ শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দেন।
সূত্র: জিও নিউজ
বাংলাদেশ সময়: ১৭:২৯:৫৫ ২ বার পঠিত