
স্টাফ রিপোর্টারঃ প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে ১২ই আগষ্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার তুলে দেন জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
যুব দিবসের আলোচনা সভা ও সফল আত্মকর্মী এবং শ্রেষ্ঠ যুব সংগঠকদের পুরস্কার বিতরণ করার সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা শিরিন, জেলা মৎস কর্মকর্তা ড. ফজলুল কাদের ও নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর প্রজিত কুমার ধর। যুবদের অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ণ অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ। অনুষ্ঠানে ৩ জন শ্রেষ্ঠ যুব সংগঠক ও ৩ জন সফল আত্মকর্মীকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণ করে মানবিক যোদ্ধা এম এ মান্নান ভূঁইয়া তাঁর অনুভুতি প্রকাশে বলেন- নারায়ণগঞ্জ জেলাকে আলোকিত ও আলোকজ্জ্বলসহ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে দীর্ঘ ২৫ বছর যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্য ও কর্মীদের মানবিক গুনাবলী দিয়ে আমরা বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম এবং সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু কিছু কুচক্রীমহলের অপপ্রচার ও বিভিন্ন কারণে সামাজিক কাজে বাধাগ্রস্থও হচ্ছি, তারপরও আমরা থেমে নেই। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সাহসিকতার সহিত সামাজিক সচেতনতা মূলক আন্দোলন ও মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের সংগঠনকে জেলা প্রশাসন পুরস্কৃত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য যে, সমাজ বিনির্মাণে মান্নান ভূঁইয়ার ভূমিকা অপরিসিম। যার ফলে, যুব উন্নয়ণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণযোগাযোগ ও তথ্য অধিদপ্তর, গণগ্রস্থাগার অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করেছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ২২:১৯:৩২ ৩২ বার পঠিত