
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। গত ৭ আগস্ট বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
আজ সোমবার (১১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানায় জার্মান দূতাবাস।
জার্মান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা, নারী ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত লোটজ সাক্ষাৎ শেষে বলেন, বাংলাদেশের মানুষের মনোবল সত্যিই অনুপ্রেরণাদায়ক। জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, আমরা এই পথ একসঙ্গে চলতে থাকব।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:৪৯ ৬ বার পঠিত