১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » ১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার, ৫ মে ২০২৫



১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার মালিবাগ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মনির হোসেন নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা (ডিবি) বিভাগ।

সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মালিবাগ মোড়ে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে ডিবি সদস্যরা। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলেও তিনি স্বীকার করেন।

ঘটনার বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মনিরের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৪৬   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আজকের রাশিফল
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা
উন্নয়নশীল দেশে উত্তরণে পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ : প্রাণিসম্পদ উপদেষ্টা
ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না : ডা. জাহিদ



আর্কাইভ