সিদ্ধিরগঞ্জে গলাকাটা নারী ও যুবকের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিদ্ধিরগঞ্জে গলাকাটা নারী ও যুবকের মরদেহ উদ্ধার
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



সিদ্ধিরগঞ্জে গলাকাটা নারী ও যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুই স্থান থেকে এক নারী ও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক নারীর এবং শরৎপাড়া এলাকায় ডিএনডি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারী লাকি আক্তার (৩৫) শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, গৃহবধূ লাকি আক্তার বিগত ছয় থেকে আট মাস ধরে একই এলাকার নীরব নামের এক ব্যক্তির বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নীরবের বাসায় ছিলেন।

সকালে শিমরাইল মোড় এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত কারণেই লাকি আক্তারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন নীরব পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

তিনি আরও জানান, নিহত লাকির স্বামীর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তার সন্তানরা এখনও ছোট হওয়ায় ঘটনার বিষয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব হয়নি।

একইদিন সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের শরৎপাড়া এলাকায় ডিএনডি খালে একটি অজ্ঞাত যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। নিহত যুবকের আনুমানিক বয়স ২১ বছর। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ওসি শাহিনূর আলম বলেন, ‘অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৪   ৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


উন্নয়নশীল দেশে উত্তরণে পুরোপুরি প্রস্তুত নয় বাংলাদেশ : প্রাণিসম্পদ উপদেষ্টা
ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না : ডা. জাহিদ
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
একটি ধর্মভিত্তিক দল বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : রিজভী
প্রকৃত নেতারা কখনো দলের দুঃসময়ে পালায় না: মোস্তফা জামান



আর্কাইভ