গাজা দখল নয়, হামাসমুক্ত করতে চাই: নেতানিয়াহু

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজা দখল নয়, হামাসমুক্ত করতে চাই: নেতানিয়াহু
শনিবার, ৯ আগস্ট ২০২৫



গাজা দখল নয়, হামাসমুক্ত করতে চাই: নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পুরোপুরি দখলে নেয়ার সব বন্দবস্ত করে ফেলেছে ইসরাইল। এ নিয়ে বিরোধী দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, ইসরাইলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করাই উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের সমর্থনে গত প্রায় দুই বছর ধরে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। এবার পুরো গাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা হাতে নিয়েছে নেতানিয়াহু সরকার। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সামরিকভাবে গাজার দখল নিতে নিজের ইচ্ছার কথা জানান নেতানিয়াহু।

পরদিন শুক্রবার (৮ আগস্ট) গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। এরপর আন্তর্জাতিক মহলে এ নিয়ে সমালোচনা ও বিতর্ক আরও জোরালো হয়। ইসরাইলের বিরোধী দলগুলোর পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলোও এ পরিকল্পনায় অসন্তোষ জানায়।

ইসরাইলে সামরিক সরঞ্জাম রফতানি স্থগিতের সিদ্ধান্ত জানায় জার্মানি। শুক্রবার এক ঘোষণায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরাইলে রফতানির অনুমতি দেবে না জার্মান সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজা পুরোপুরি দখলে নিতে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার আক্রমণাত্মক সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে ইসরাইল সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস ইসরাইলের পরিকল্পনাকে বিপর্যয়ে থাকা ফিলিস্তিনিদের আরও ঝুঁকিতে ফেলার পরিকল্পনা হিসেবে অভিহিত করেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। বলেন, যথেষ্ট হয়েছে। গাজাবাসী যুদ্ধ চায় না। হত্যাযজ্ঞ চায় না, আর গণহত্যা চায় না।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক সতর্ক করে বলেন, গাজা পুরোপুরি দখলের ইসরাইলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর দখলের পরিকল্পনা ভুল বলে মন্তব্য করেচেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি।

এমন ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পিছু হটেন নেতানিয়াহু। বলেন, ইসরাইলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে সেখানে একটি শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা।

এক এক্স পোস্টে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গাজা দখল করতে যাচ্ছি না বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করতে যাচ্ছি। অঞ্চলটি নিরস্ত্রীকরণ এবং একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা আমাদের জিম্মিদের মুক্ত করতে এবং ভবিষ্যতের হুমকি প্রতিরোধে সহায়তা করবে।’

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, হামাসকে পরাজিত করার নতুন পরিকল্পনা অনুযায়ী ইসরাইলের সামরিক বাহিনী সমগ্র গাজা শহরের দখল নেবে। তবে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক মানুষদের মধ্য ত্রাণ বিতরণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা মন্ত্রীসভা এ বিষয়ে পাঁচটি নীতি গ্রহণ করেছে। এর মধ্যে গাজা নিরস্ত্রীকরণ এবং একটি বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা অন্যতম। যার দায়িত্বে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ থাকবে না।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৩০   ৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজা দখল নয়, হামাসমুক্ত করতে চাই: নেতানিয়াহু
জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে তীব্র সংঘর্ষ, ২ ভারতীয় সেনা নিহত
কানাডায় ইসলামবিদ্বেষ ও মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮



আর্কাইভ