ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫



ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও পরিবেশমন্ত্রীসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ছয় ব্যক্তি নিহত হয়েছেন। সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন মতে, বুধবার (৬ আগস্ট) ঘানার সেন্ট্রাল আশান্তি অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদও রয়েছেন।

দেবরাহ বলেন, ‘প্রেসিডেন্ট মাহামা এবং সরকার জাতির সেবায় নিয়োজিত আমাদের সহযোদ্ধা এবং সেনাদের পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করছে।’

নিহতদের মধ্যে আরও রয়েছেন সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী এবং সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং প্রেসিডেন্ট মাহামার ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু ও পাঁচ যাত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ওবুয়াইসি শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পথিমধ্যে এটি রাডার থেকে ‘উধাও’ হয়ে যায়।

এ ঘটনায় দেশব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১১:১৯:২১   ২ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


‘আপনারা আরও অনেক কিছু দেখবেন’— ভারতের ওপর শুল্ক চাপিয়ে বললেন ট্রাম্প
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
হাইতির মার্কিন দূতাবাসের কাছে ভারী গুলিবর্ষণ, যুক্তরাষ্ট্রের সতর্কতা
প্রথমবার লটারি কিনেই ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি
বিদেশি স্বামী গ্রহণকারী মায়েদের সন্তানের নাগরিকত্ব দেবে মালয়েশিয়া



আর্কাইভ