বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বুধবার, ৬ আগস্ট ২০২৫



বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় বিএনপির বিজয় র‍্যালিতে কয়েক শত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর, সোনারগাঁওসহ বিভিন্ন থানা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এর আগে দুপুর থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা।

র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং বিজয় র‍্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেয়। র‍্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:১৬:০৫   ৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সংসদ সচিবালয়ে বিশেষ দোয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল



আর্কাইভ