জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারি » জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল
বুধবার, ৬ আগস্ট ২০২৫



জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি।

আজ বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিলটি বের করা হয়। এটি পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ প্রদক্ষিণ করে জেলা স্কুল বড় মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ ৫০ হাজারের বেশি নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিজয় মিছিলটি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিখ আদনান, বিএনপি নেতা চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর, মাহবুব হোসেন তুহিন ও ছাত্রদল নেতা মো. কায়েস।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক। এই আন্দোলনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। সামনের পথে ঐক্যই আমাদের প্রধান শক্তি।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:০১   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য সংসদ সচিবালয়ে বিশেষ দোয়া
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ঠাকুরগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকার অঙ্গীকার নেপালের



আর্কাইভ