লিটনকে বাদ দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

প্রথম পাতা » খেলা » লিটনকে বাদ দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



লিটনকে বাদ দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার

কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট বিদেশি কোটায় সর্বশেষ ম্যাচে দুই ব্যাটার ও দুই অলরাউন্ডার খেলিয়েছে। আন্দ্রে রাসেলকে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করিয়েছে। 

অল্প সংগ্রহের ওই ম্যাচে রাসেলের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৮ রানের ইনিংস। বিষয়টি নিয়ে কেকেআরের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া কথা বলেছেন।

 

তার মতে, আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠানো ভুল সিদ্ধান্ত। এছাড়া লিটন দাসকে বাদ দিয়ে একজন বিদেশি পেসার নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  

 

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘কলকাতা এরই মধ্যে অনেকগুলো পরিবর্তন এনে ফেলেছে। তারা কি আরও পরিবর্তন আনবে? আমরা সত্যিই জানি না। নতুন ওপেনিং জুটি লিটন দাস ও জেসন রয়কে নিয়েছে দলটি। কিন্তু আপনার একাদশে একজন বিদেশি পেসার দরকার। লকি লার্গুসন নয়তো টিম সাউদিকে খেলানো উচিত।’ 

তিনি বলেছেন, ‘সেজন্য আপনাকে একজন বিদেশি ব্যাটার বাদ দিতে হবে। কেবল লিটন দাসই একাদশের বাইরে যেতে পারে এবং জগদিশ তার জায়গায় খেলতে পারে। কারণ গত ম্যাচে জেসন রয় রান করেছেন। ভেঙ্কাটেশ এবং নিতিশ রানার থেকে রান প্রত্যাশা করা যেতে পারে। কারণ উইকেট তাদের ব্যাটিং স্টাইলের সঙ্গে যুতসই। আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠাবেন না।’

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪১   ৮৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ



আর্কাইভ