শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারি » বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫



বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে দিনব্যাপী আদিবাসী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।

শুক্রবার (৫সেপ্টেম্বর ) আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে বিশালপুর ইউনিয়নের শ্যামনগর খেলার মাঠে দিনব্যাপী আদিবাসী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আদিবাসী প্রীতি ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার এবং সাধারণ সম্পাদক সাগর কুমার সিং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি শ্রী যুগেশ সিং, কোষাধ্যক্ষ সন্তেষ চন্দ্র সিং। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার সিং, সদস্য সচিব হিরালাল সিং, নন্দীগ্রাম উপজেলার সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার সিং, শেরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কুমার মাহাতো, সাংগঠনিক সম্পাদক লালন মাহাতো, উপদেষ্টা শ্রী তাপস সিং সহ শ্যামনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় ৮টি দল অংশগ্রহণ করেন দলগুলো হলো আম্বইল বাগানপাড়া আদিবাসী ফুটবল একাদশ, গোঁড়তা পূর্বপাড়া আদিবাসী ফুটবল একাদশ, শোলাকুড়ী আদিবাসী ফুটবল একাদশ, বেলগাড়ী আদিবাসী ফুটবল একাদশ, দাসগ্রাম আদিবাসী ফুটবল একাদশ, জগন্নাথপাড়া আদিবাসী ফুটবল একাদশ, শ্যামনগর আদিবাসী ফুটবল একাদশ ও ফুলতলা আদিবাসী ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল শোলাকুড়ী আদিবাসী ফুটবল একাদশ এবং রানার্সআপ জগন্নাথপাড়া আদিবাসী ফুটবল একাদশ। খেলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:৩২   ৪ বার পঠিত