
কেকা ফেরদৌসির রেসিপি মানেই আলোচনা। নানা ধরনের নিত্য নতুন রেসিপি তাকে আলোচনায় রাখে। দেশ বিদেশের নানা ধরনের রান্নার পদ নিয়ে তিনি খ্যাতি অর্জন করেছেন। এবার তিনি মিশরের নানা ধরনের রেসিপি রান্না করলেন।
তবে রান্না ঘরে বসে নয় কিন্তু। মিশরের রেসিপি একেবারে মিশরের পিরামিডের সামনেই রান্না করলেন।
এই রান্নার একটি ভিডিও সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন। নেটিজেনরা বেশ উপভোগ করছেন কেকা ফেরদৌসির নতুন এই রেসিপি।
কেকা ফেরদৌসি পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তিনি জীবনে প্রথমবারের রান্না করেন। ১৯৮০ সালে বিয়ের পর স্বামীর সাথে যুক্তরাষ্ট্রে গমন করেন।[৮] সেখানে, হরেক পদের রন্ধনশিল্প সম্পর্কে জ্ঞান আহরণ করেন। ১৯৮৪ সালে তিনি দেশে ফিরে আসেন এবং রন্ধনশিল্পে আত্মনিয়োগ করেন।
১৯৮৪ সালে দেশে ফিরে আসার পর রন্ধনশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৯৪ সালে শাইখ সিরাজের মাটি ও মানুষ অনুষ্ঠানে মাশরুমের তৈরি একটি রেসিপি উপস্থাপন করেন।[৭] সেই থেকে টেলিভিশন জগতে যাত্রা শুরু তার।
বাংলাদেশ সময়: ১৭:০১:০২ ৩ বার পঠিত