ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটি ইফা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম পাতা » চট্রগ্রাম » ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটি ইফা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটি ইফা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪৪৭ হিজরী পবিত্র ঈদ-ই-মিলাদুন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হল রুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। ২৭ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলাম নিজেদের মত অন্যদেরকেও ভালোবাসতে উদ্বুদ্ধ করে। ইসলাম মানুষকে নিজের, স্বজনের, স্বদেশের তথা বিশ্ববাসীর কল্যাণের জন্য সক্রিয় ভূমিকা পালনে ও ত্যাগ স্বীকারের প্রেরণা যোগায়। আর তাতেই বিশ্ববাসীর জীবনধারায় নেমে আসে প্রশান্তি এবং বিদূরিত হয় অশান্তি, হিংসা, বিদ্বেষ এবং হানাহানি। ইসলামের শিক্ষা হল, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।

তিনি আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতির অন্ধকার দূর করতে। তিনি ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্ণতা দান করে গেছেন। জগতে আলো ছড়িয়ে অন্ধকারকে জয় করতেই আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন।

ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর বিজয়ীদের অভিনন্দন ও যারা বিজয়ী হতে পারেননি তাদের অনুপ্রেরণা দিয়ে বলেন, প্রতিযোগিতাটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) উনার জীবন সম্পর্কিত এতে শিক্ষা ও জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সনদ ও মূল্যবান কিছু বই পুরস্কার হিসেবে দিচ্ছি। পড়া-লেখার কোন বিকল্প নাই। পাঠ্যপুস্তকের বাহিরেও যে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা আমাদের জানা দরকার, শিখা দরকার। যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো এবং যারা বিজয়ী। সবার সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে কেউ উত্তির্ন হয়। তাহলে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। সেজন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।

সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ বিষয়ের উপর আলোচনা করেন। সর্বশেষে শেষে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার খালেদ মোহাম্মদ শামছুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা থেকে আগত ফিল্ড সুপারভাইজারবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

বাংলাদেশ সময়: ১৮:১১:০৭   ১৮ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটি ইফা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জাতির সেবায় সদাপ্রস্তুত আনসার-ভিডিপি সদস্যরা: মহাপরিচালক
নির্বাচন বানচালের জন্য নুরকে আহত করা হয়েছে : ফারুক
আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
রাঙ্গামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান



আর্কাইভ