
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আসিয়ানভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটসের (এপিএইচআর) একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দলটি উখিয়ার ১৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় ৮ সদস্যের এই প্রতিনিধি দল। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান তাদের সঙ্গে ছিলেন।
দলের নেতৃত্ব দেন এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো। দলে আরও ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েলসহ এপিএইচআরের চার কর্মকর্তা।
প্রতিনিধি দলটি ক্যাম্প ইনচার্জদের (সিআইসি) সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রোহিঙ্গাদের ভোটে নির্বাচিত রোহিঙ্গা কনসাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের পাঁচ সদস্য ও নেতৃস্থানীয় রোহিঙ্গা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় রোহিঙ্গা কনসাল্টেটিভ কাউন্সিলের বর্তমান সভাপতি সৈয়দউল্লাহ সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া ও অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি, নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল আমাদের আশ্বস্ত করেছে, তারা প্রত্যাবাসনে সহযোগিতা করবে।
পরে প্রতিনিধি দলটি ১৮ নাম্বার ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন। এছাড়া তারা ক্যাম্প এলাকা ঘুরে দেখেন এবং নারী-যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আরআরআরসি কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছায়। সোমবার সকালে তারা কমিশনার মিজানুর রহমানের সঙ্গে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। একই দিনে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও কক্সবাজারে মানবিক ত্রাণ কার্যক্রমে নিয়োজিত দেশি-বিদেশি সহযোগী সংস্থার কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।
ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিকালে কক্সবাজার ত্যাগ করে। বুধবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তারা।
প্রসঙ্গত, এপিএইচআর আসিয়ানভুক্ত এমপিদের একটি সংগঠন হলেও এটি আসিয়ানের সরাসরি কোনো শাখা বা সহযোগী সংস্থা নয়। তবে আসিয়ানের কার্যক্রমে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০১:৪৯ ৪ বার পঠিত