রাঙ্গামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান

প্রথম পাতা » চট্রগ্রাম » রাঙ্গামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



রাঙ্গামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান

রাঙ্গামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ কর্তৃক উত্থাপিত ৮ দফা দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ একরাম উদ্দিন বরাবরে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি ফয়সাল বিন ফারুক এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান জনির স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেন।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবির পাশাপাশি বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক দাবি, ডিপ্লোমা কৃষিবিদদের উপসহকারী কৃষি কর্মকর্তা সমমানের পদগুলো সবার জন্য উন্মুক্ত করা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ না দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ করেন। এবং কৃষি ডিপ্লোমা ছাত্রদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান।

স্মারকলিপি প্রদান কালে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের দায়িত্বশীল নুসরাত জাহান নিশি, ওয়াহিদ হোসেন, শরীফ আকবর রাকিব, জোবায়ের আহমেদ সহ বিভিন্ন সেমিস্টারের প্রতিনিধিরা।

তাদের দাবী সমূহ:
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হলো-
১. পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।
২. উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে স্বীকৃতি প্রদান।
৩. শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ।
৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীনে না রেখে কৃষি মন্ত্রণালয়ের আওতায় আনা।
৫. সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার।
৬. মাঠ সংযুক্তি ভাতা চালু।
৭. বেসরকারি চাকরিতে ন্যূনতম দর্শন গ্রেডের বেতন স্কেল নিশ্চিত।
৮. চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং-এর ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ২১:০৭:১৩   ৯ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


আসিয়ান এমপিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
রাঙ্গামাটি এটিআই ছাত্র-ছাত্রীদের আট দাবিতে পূণরায় স্মারকলিপি প্রদান
রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
ধানের শীষের জোয়ার কেউ বাধাগ্রস্ত চাইলে তারা ভেসে যাবে : আমীর খসরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি



আর্কাইভ