
ঢাকার ধামরাইয়ে বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই কিষান মার্কেট থেকে বর্ণাঢ্য র্যালিটি ধামরাই প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুলিপিঠা বাস স্ট্যান্ডে শেষ হয়।সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধামরাই চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ধামরাই থানার বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানার বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল।
স্বৈরাচার শেখ হাসিনা বিএনপি দলকে ধ্বংস করার পায়তারা করেছে কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারিনি। আপনারা বাড়িতে যেয়ে যেয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করিবেন। ফ্যাসিবাদ আওয়ামী লীগ দোসররা নির্বাচনের বান চালের করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ফ্যাসিবাদরা কোন অবস্থায় মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে।
এসময় আরো বক্তব্য রাখেন, ধামরাই থানার বিএনপির সিনিয়র সহ-সভাপতি রকিবুর রহমান খাঁন ফরহাদ,ফরহাদ হোসেন, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন , সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, ফিরোজ খান বাবু ও ধামরাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাউদ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০:০৩:৪৪ ৬৮ বার পঠিত