মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির

প্রথম পাতা » খুলনা » জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



জুলাই শহীদ সাকিব রায়হানের কবরে শ্রদ্ধা নতুন ডিসির

খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ নগরীর বসুপাড়া কবর খানায় গিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। উপস্থিতদের নিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান এবং মা নুর নাহার বেগম উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক শহীদ সাকিব রায়হানের বাবা-মাসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জেলার জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৬   ৭ বার পঠিত