
খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ নগরীর বসুপাড়া কবর খানায় গিয়ে তিনি এ শ্রদ্ধা জানান। উপস্থিতদের নিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় শহীদ সাকিব রায়হানের বাবা শেখ আজিজুর রহমান এবং মা নুর নাহার বেগম উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক শহীদ সাকিব রায়হানের বাবা-মাসহ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জেলার জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৪৬ ৬ বার পঠিত