‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা
রবিবার, ৩ আগস্ট ২০২৫



‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা

বয়সকে পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া পাগলু নামের এক ব্যক্তির জীবনের গল্প নিয়ে পরিচালক সালমান রহমান খান একটি নাটক বানিয়েছেন। ‘পাগলু’ নামের সেই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির।

দীর্ঘদিন পর এই জুটিকে পর্দায় আনছেন পরিচালক। সম্প্রতি নাটকের শুটিং শেষ করে চলছে প্রি প্রোডাকশনের কাজ। পরিচালক সালমান বলেন, গল্পে দেখা যাবে পাগলু নামের এক ব্যক্তি যার বয়স বেশি কিন্তু নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন তিনি। বয়স লুকিয়ে রাখা, বয়সে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করাসহ নানান ধরনের কাণ্ড করে বসেন তিনি। এলাকায় কারো বাড়িতে ঝগড়া হলে, কারো দোকানে মারামারি হলে সব ঝামেলা সমাধান করতে তাকে পাওয়া যায়। আগ বাড়িয়ে বিপদ কাঁধে নেওয়ার মত মানুষ হলেন পাগলু।

নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে ‘মায়া’ চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা সালমান। সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজীসহ অনেকে।

তবে কোন চ্যানেলে প্রচার হবে ‘পাগলু’, তা এখনো ঠিক হয়নি। পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে তা শিগগিরই চূড়ান্ত হবে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:০৬   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


‘পাগলু’ নাটকে জুটি বাঁধলেন মোশাররফ-সাফা
গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
এক মাসে ইউক্রেনে ৬ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
জাজিরা পয়েন্টের দুই প্রান্তে ২ জনের মরদেহ, আরেক পাশে পড়ে ছিল মোটরসাইকেল



আর্কাইভ