শুক্রবার, ১ আগস্ট ২০২৫

বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা

প্রথম পাতা » খেলা » বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
শুক্রবার, ১ আগস্ট ২০২৫



বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা

পল্টনের জরাজীর্ণ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বিতর্ক দিয়েই শেষ হয়েছে জাতীয় বক্সিং প্রতিযোগিতা ২০২৫। আফরা খন্দকারকে হারিয়ে প্রথমবারের মতো অংশ নিয়েই স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। এশিয়ান কাপে সুযোগ পেলে দেশকে স্বর্ণপদক উপহার দিতে চান তিনি। এদিকে ছেলেদের ফাইনালে ম্যাচের ফলাফল নিয়ে অসন্তোষ জানিয়েছেন আনসারের বক্সার উৎসব আহমেদ।

দেয়াল থেকে স্টেডিয়ামের ভিতরে অঝোরে পড়ছে পানি। চেয়ারে জমে আছে ধুলাবালির স্তুপ। কাপড় দিয়ে তা পরিষ্কার করে একটু বসার জায়গা খুঁজছেন দর্শকরা। গ্যালারিতে পৌঁছাতে রাখা হয়েছে মইয়ের ব্যবস্থা। যা দিয়ে উঠে বোনের খেলা দেখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। এমন দৃশ্য মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের। স্টেডিয়ামের এমন দুর্দশার মধ্য দিয়েই শেষ হয়েছে ঘরোয়া বক্সিং সর্বোচ্চ স্তরের টুর্নামেন্ট।

৫২ কেজি ওজন ক্যাটাগরির ফাইনালে নেমে প্রতিপক্ষ আফরা খন্দকারকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌসের। তিন রাউন্ডের লড়াইয়ে শুরু থেকেই জিনাত ছিলেন আক্রমণাত্মক। অন্যদিকে আফরা খন্দকার চেষ্টা করেছেন রক্ষণ সামলে লড়াইয়ে টিকে থাকতে। গ্যালারিতে বসে উৎসাহ দিয়েছেন বোন আফঈদা ও তার বাবা-মা। ফাইনালে হারলেও কোনো আক্ষেপ নেই আফরার।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম যে তিন রাউন্ড খেলে নামব। কারণ, নকআউট হওয়াটা বাংলাদেশের মানসম্মানের একটা বিষয়। আমি প্রথম থেকেই রক্ষণাত্মক খেলার চেষ্টা করেছি।’

এদিকে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়া জিনাত বাংলাদেশের বক্সারদের কৌশলে আরও উন্নতির পরামর্শ দিলেন। এশিয়ান গেমসে সুযোগ পেলে পদক জেতা নিয়ে আশাবাদী তিনি।

জিনাত বলেন, ‘বাংলাদেশি ছেলে-মেয়েরা হাল ছাড়তে চায় না। ওরা সত্যিকার অর্থে খেলতে চায়। কিন্তু দুঃখজনক বিষয়, ওদের স্কিল ও কৌশলে ঘাটতি আছে।’

ছেলেদের ফাইনাল ম্যাচ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ম্যাচের ফলাফল নিয়ে অসন্তোষ জানান আনসারের বক্সার উৎসব আহমেদ। রেফারিং ও বিচারকদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন আন্তর্জাতিক বক্সিংয়ে প্রথম স্বর্ণপদকজয়ী এই বক্সার।

উৎসব বলেন, ‘একটা অভিযোগ করা হয়েছে সাধারণ সম্পাদকের কাছে। সরাসরি বলেছে, আনসার টিম খেলতে হবে না। তোমরা চলে যাও। এটা কেমন নিয়ম!’

তবে, বিষয়টিকে ভিত্তিহীন বলছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস কুদ্দুস। তিনি বলেন, ‘আমি হেরে যাব। হেরে গেলেই বলব যে এটা নিরপেক্ষ না। এটা পক্ষপাতিত্ব হয়েছে। এটাতো ঠিক না।’

টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫৪   ৮ বার পঠিত