খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়া হবে : নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারি » খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়া হবে : নাহিদ ইসলাম
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়া হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো মাফিয়া সিস্টেমের সঙ্গে খেলব না। এই পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই খেলার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে। আমরা রক্ত দিয়েছি। খেলার নিয়ম বদলাতে হবে। খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জের খেলা এখনো বন্ধ হয় নাই। খেলা বন্ধ না হলে, আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এনসিপির পথসভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।

এর আগে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় পৌঁছান এনসিপির নেতারা। এরপর তাঁরা চাষাড়ার বিজয় স্মৃতিস্তম্ভের সামনে পথসভায় যোগ দিতে পদযাত্রা শুরু করেন।

নাহিদ ইসলাম বলেন, গতকাল রাতে জুলাই পদযাত্রার তোরণ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা আমাদের এই জনস্রোতকে বন্ধ করতে রাতের আঁধারে অগ্নিসংযোগ ঘটিয়েছে।

জুলাই পদযাত্রার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জেলায় জেলায় জনগণের সঙ্গে কথা বলে আপনাদের সমস্যাগুলো জেনে নেয়া এবং সেই সমস্যার সমাধানের পথ বের করা। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে যাই।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশ টা যে সিস্টেমে চলেছে, সেটা পরিবর্তন করতে হবে। তার সবচেয়ে ভালো উদাহরণ হলো, নারায়ণগঞ্জ। এখানে মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, পরিবারতন্ত্র, সব মিলে মিশে একাকার। নারায়ণগঞ্জের এই সিস্টেমেই এতো বছর ধরে পুরো বাংলাদেশ পরিচালিত হয়েছে। কিছু পরিবার নারায়ণগঞ্জের অর্থনীতি, রাজনীতি বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। তারা চাঁদাবাজি, খুন, সন্ত্রাস কায়েম করে জনগণের অধিকার হরণ করেছে।

সন্ত্রাসীদের হুমকি দিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে অনেকগুলো খুন হয়েছে। কেন আইনশৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না? আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র আবারো পুনবার্সিত হতে চাচ্ছে। আওয়ামী লীগের ব্যবসাগুলো পুনবার্সিত হচ্ছে। জুলাই এর শহীদ ও আহতদের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। জাতীয় নাগরিক কমিটির নারী নেত্রীদের হুমকি দেওয়া হয়। আমরা এই হুমকিকে ভয় পাই না। সন্ত্রাসের যেই অভয়ারণ্য তৈরি হয়েছিল, আমরা সেটা ভেঙে ফেলব।

গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের ভূমিকার গুরুত্ব জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নারায়ণগঞ্জ ইতিহাস ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই নারায়ণগঞ্জকে কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। গণতান্ত্রিক দেশ ও গণতান্ত্রিক নারায়ণগঞ্জ গড়ে তুলতে হলে যার যার জায়গা থেকে আমাদের শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে। নারায়ণগঞ্জ শ্রম শিল্প এবং সংগ্রামের নগরী। গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল। নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছে। গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পতন হয়নি। তাদেরকে জনগণ উৎখাত করেছে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে। আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল, গোপালগঞ্জের এই ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগও নেই।

এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আলামিনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসেন। এসময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:৩৯   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা
কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
আইসিডিডিআর, বি ও ডিপিই’র ম্যানুয়াল প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবে: কর্মশালায় বক্তারা



আর্কাইভ