জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারি » জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫



জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেল চারটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম প্রমুখ।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “জুলাই বিপ্লবকারীদের মধ্যে আজ বিভেদ দেখা যাচ্ছে। যার সুযোগ নিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এর প্রমাণ আমরা পেয়েছি গোপালগঞ্জে। যারা জীবন দিয়ে আন্দোলন করেছে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি—এখনই সময় সবাই ঐক্যবদ্ধ হবার। ফ্যাসিস্টদের বাংলার মাটিতে পুনর্বাসনের সুযোগ আমরা দেব না।”

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “শহীদ জিয়ার পরিবার ও মহানগর বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা গত ১৫ বছর ধরে লড়াই করছি। এখন আমরা স্বাধীনতার নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গণতান্ত্রিক নির্বাচনই হবে দেশের মুক্তির পথ। বিএনপিকে কেউ মুছে ফেলতে পারবে না। ৬০ লাখ নেতাকর্মী মামলা-হামলা-গুম খুনের শিকার হয়েও এখনো মাঠে আছে। দেশের জনগণ আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে।”

বাংলাদেশ সময়: ২২:১৯:৫৫   ৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা
কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
আইসিডিডিআর, বি ও ডিপিই’র ম্যানুয়াল প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবে: কর্মশালায় বক্তারা



আর্কাইভ