
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “নারায়ণগঞ্জ ছিল খুন, গুম ও হত্যার শহর। সাত খুনের ঘটনাও ঘটেছে এই শহরে, কিন্তু কোন হত্যার বিচার নারায়ণগঞ্জে হয়নি। তবে একদিন না একদিন এসব হত্যার বিচার হবেই।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল চারটায় বন্দর থানাধীন নবীগঞ্জ কদম রসুল কমিউনিটি সেন্টারে ২৪নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এড. সাখাওয়াত বলেন, “এই শহরে ওসমান পরিবার, শামীম ওসমান, সেলিম ওসমান এবং সেলিনা হায়াৎ আইভী জনগণের সম্পদ লুট করেছে। ২০ বছরে মেয়র থাকাকালীন তিনি মাত্র ৬ কোটি টাকা বেতন পেয়েছেন, অথচ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেছেন। তাহলে বোঝা যায় জনগণের টাকায় কিভাবে লুটপাট হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে ৫ আগস্ট যে পরিবর্তন এসেছে, তার মূল লক্ষ্য ছিল হত্যা, গুম ও সন্ত্রাস নির্মূল করে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা। কিন্তু ইন্টারিম সরকার ১ বছর পার করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।”
এ সময় তিনি অভিযোগ করে বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ভালো মানুষ হলেও, তাঁর সরকারের ভেতরে কিছু দুষ্টচক্র ঢুকে পড়েছে যারা বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণ একটি নির্বাচিত সরকার দেখতে চায়।”
দীর্ঘ ১৫ বছরের দমন-পীড়নের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি নেতাকর্মীদের ওপর শুধু মামলা-হামলা নয়, গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে পুরো বিরোধী রাজনীতিকেই স্তব্ধ করে রাখা হয়েছিল।”
তিনি দাবি করেন, “দেশের ৭০ ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে। তাই আমাদের দায়িত্ব দেশের ১৮ কোটি মানুষের জানমাল রক্ষা করা, তাদের সুখে শান্তিতে রাখা।”
মহানগর ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী জাবেদ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, মাসুদ রানা, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
বাংলাদেশ সময়: ২২:৫৯:১৩ ৬ বার পঠিত