গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহানগরীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেব বাজার এলাকা থেকে রাজশাহী মহানগর জামায়াত ইসলামী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রথমে বড় মসজিদের সামনে জামায়াতের হাজার-হাজার নেতাকর্মী জড়ো হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু করে মনিচত্বর দিয়ে সোনাদিঘীর মোড় প্রদক্ষিণ শেষে গণকপাড়া হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমীর আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী মহানগর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহাকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জসিম সরকার।

বক্তারা এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। যাতে ভবিষ্যতে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্ফালন দেখানোর সুযোগ না পায়।

বাংলাদেশ সময়: ২২:০২:৪৭   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে বিচার বিভাগের সংস্কার: প্রধান বিচারপতি
গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
সজিবের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে সোনারগাঁ যুবদলের যোগদান



আর্কাইভ