শৈশবের ক্লাবকে বিদায় করে চেলসিকে ফাইনালে তুললেন পেদ্রো

প্রথম পাতা » খেলা » শৈশবের ক্লাবকে বিদায় করে চেলসিকে ফাইনালে তুললেন পেদ্রো
বুধবার, ৯ জুলাই ২০২৫



শৈশবের ক্লাবকে বিদায় করে চেলসিকে ফাইনালে তুললেন পেদ্রো

ক্লাব বিশ্বকাপ চলাকালীন সময়েই ব্রাইটন থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোকে সাইন করায় চেলসি। সেই জোয়াও পেদ্রোই ফ্লুমিনেন্সের জন্য কাল হয়ে দাঁড়ালো। মঙ্গলবার (৮ জুলাই) ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চেলসি। জোড়া গোল করেছেন পেদ্রো।

চেলসির দুইটি গোল দুই হাফে এসেছে। ম্যাচের ১৮তম মিনিটে জাল খুঁজে নেন পেদ্রো। বক্সের বাইরে বল পেয়ে চমৎকার বাঁকানো শটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। গোল করে উদযাপন করেননি পেদ্রো। কারণ, শৈশবের এই ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেছিলেন তিনি। আর তার গোলেই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ফ্লুমিনেন্সকে।

৩৬ মিনিটে চেলসি ডিফেন্ডার চালাবাহর হাতে বল লাগলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, তবে পরে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

৫৬তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। এঞ্জো ফার্নান্দেজের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে জোড়াল শটে গোল করেন তিনি। দ্বিতীয় গোল করেও উদযাপন করেননি পেদ্রো। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হলে দুই গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

বুধবার (৯ জুলাই) পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যে যে দল জিতবে তারাই আগামী রোববার (১৩ জুলাই) মধ্যরাতে চেলসির সঙ্গে ফাইনালে খেলবে।

বাংলাদেশ সময়: ১২:৩৪:১৪   ৫ বার পঠিত  




খেলা’র আরও খবর


রুটকে সরিয়ে শীর্ষে উঠলেন ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের
শৈশবের ক্লাবকে বিদায় করে চেলসিকে ফাইনালে তুললেন পেদ্রো
খেলা ছেড়ে কোচ হচ্ছেন নারী ফুটবলার সানজিদা আক্তার?
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
মধ্যরাতেই হাতিরঝিলে আফঈদা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দিল বাফুফে



আর্কাইভ