কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা

প্রথম পাতা » চট্রগ্রাম » কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা
বুধবার, ৯ জুলাই ২০২৫



কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা

দুদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় নদীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমা থেকে মাত্র ৩ মিটার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুতগতিতে বাড়ছে এবং এখনই সতর্ক থাকার সময়।

তিনি আরও জানান, গোমতীর পানি বর্তমানে ৮ দশমিক ৩০ মিটার উচ্চতায় রয়েছে, যেখানে বিপদসীমা ১১ দশমিক ৩০ মিটার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ দিকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ সমন্বয়ে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৫   ৪ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি, জরুরি সতর্কতা
উজানের ঢলে ফেনীতে ৩ নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত
রেকর্ড ৩৪৭ মিলিমিটার বৃষ্টিতে ‘ডুবতে’ বসেছে ফেনী শহর
কুমিল্লা সীমান্তে ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন পালনের স্বার্থকতা : ধর্ম উপদেষ্টা



আর্কাইভ