সিদ্ধিরগঞ্জে ৩০০ তাল গাছের চারা রোপণ করলেন ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিদ্ধিরগঞ্জে ৩০০ তাল গাছের চারা রোপণ করলেন ডিসি
বুধবার, ৯ জুলাই ২০২৫



সিদ্ধিরগঞ্জে ৩০০ তাল গাছের চারা রোপণ করলেন ডিসি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় ধনু হাজী খালের উভয় পাশে ৩০০ তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) এ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, “জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়েও ‘গ্রিন এন্ড ক্লিন’ কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে দুই মাস ধরে নিরলসভাবে কাজ চলছে। এর মাধ্যমে ১ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে অগ্রসর হচ্ছি আমরা।”

জানা গেছে, গত ১০ মে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় জেলার প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক নিজেও উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেছেন। এছাড়া ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কয়েকজন সিনিয়র সচিব ও সচিবও সরেজমিনে এসে গাছ লাগিয়ে এই উদ্যোগের অংশ হয়েছেন।

সিদ্ধিরগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, সাদিয়া আক্তার ও আসাদুজ্জামান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৩   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
সাত খুন ও ত্বকী হত্যা মামলার দ্রুত নিষ্পত্তির আশ্বাস
সিদ্ধিরগঞ্জে ৩০০ তাল গাছের চারা রোপণ করলেন ডিসি
সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ



আর্কাইভ