ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সাথে সৌদি যুবরাজের ‘ফলপ্রসূ’ বৈঠক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সাথে সৌদি যুবরাজের ‘ফলপ্রসূ’ বৈঠক
বুধবার, ৯ জুলাই ২০২৫



ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সাথে সৌদি যুবরাজের ‘ফলপ্রসূ’ বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে দেখা করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (৮ জুলাই) জেদ্দায় দেখা করেন তারা। তেহরানের সাথে ইসরাইলের যুদ্ধের পর উপসাগরীয় রাজ্যে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার এটি প্রথম সফর।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘যুবরাজ মোহাম্মদ এবং অন্যান্য সৌদি কর্মকর্তাদের সাথে আরাঘচির আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের পর এই সফর করলেন ইরানি কর্মকর্তা। যেখানে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার আগে মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে।

এই সফরের মধ্য দিয়ে ইঙ্গিত দেয়, ইসরাইল-ইরান সংঘাত তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক ভেঙে দেয়নি।

সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা, এসপিএ জানিয়েছে, আরাঘচি এবং যুবরাজ মোহাম্মদ ‘দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং সর্বশেষ আঞ্চলিক উন্নয়ন এবং সেই বিষয়ে গৃহীত প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।

এতে আরও জানানো হয়, ক্রাউন প্রিন্স রাজ্যের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে, যুদ্ধবিরতি চুক্তিটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য পরিবেশ তৈরিতে অবদান রাখবে। বিরোধ নিষ্পত্তির পথ হিসেবে কূটনৈতিক উপায়ে সংলাপকে সমর্থন করার ক্ষেত্রে রাজ্যের অবস্থানের উপরও জোর দেন ক্রাউন প্রিন্স।

এতে আরও বলা হয়েছে যে, আরাঘচি ইসরাইলি আগ্রাসনের নিন্দা করার জন্য রাজ্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় শীর্ষ ইরানি কূটনীতিক সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথেও সাক্ষাত করেন।

বাংলাদেশ সময়: ১২:৪০:৪৪   ৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্রের আরও এক অঙ্গরাজ্য, জরুরি অবস্থা
ভারতীয় নার্সকে যে কারণে ফাঁসিতে ঝোলাচ্ছে ইয়েমেন
জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনবিষয়ক রেজ্যুলেশন গৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সাথে সৌদি যুবরাজের ‘ফলপ্রসূ’ বৈঠক
তালেবান নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা



আর্কাইভ