সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল ইখবারিয়ার প্রতিবেদন মতে, বুধবার (২ জুলাই) হামার জিবরিন শহরে জ্বালানি ট্যাঙ্কারে আগুন লাগার পর তাতে বিস্ফোরণ ঘটে। এতে ৭ বেসামরিক নাগরিক নিহত হন। বেশ কয়েকজন আহত হন।

সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স ইউনিটের মতো জরুরি সেবা দলগুলো দ্রুত আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণের সূত্রপাত বা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

আল-ইখবারিয়া পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আল ফুয়া শহরের কাছে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণ ঘটে। পরে গ্রীষ্মের উচ্চ তাপমাত্রার কারণে একটি গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণের ফলে ঘটেছে বলে জানা যায়।

ইদলিব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ার বহু বছর ধরে চলা সংঘাতের সময় উভয় অঞ্চলই বিভিন্ন মাত্রার অস্থিতিশীলতার সাক্ষী হয়েছে। যদিও বুধবারের ঘটনাগুলো সামরিক কার্যকলাপের সাথে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়।

বাংলাদেশ সময়: ১৭:০০:৩৮   ৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ বোমা ফেলেছে ইসরাইল
সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭
রোমে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯
ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ ৪৩
কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার



আর্কাইভ