বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না : আযম খান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপিতে কোনো হাইব্রিডের জায়গা হবে না। আমরা হাইব্রিড মানুষগুলোর সম্পর্কে অত্যন্ত সচেতন।

তিনি আজ দুপুরে জেলার বাসাইল ডিগ্রি কলেজে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন- হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যহত করেছে, তেমন মানুষকেও অতিষ্ঠ করে তুলেছিল।

আযম খান বলেন, এখন কেউ-কেউ বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। আমি বলবো, এই নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে- বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া, শিল্পায়নকে পিছিয়ে দেয়া ও সমৃদ্ধিকে পিছিয়ে দেয়া।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২৬:০৮   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’
ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা
বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক



আর্কাইভ