বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ভিত্তিক একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্স থেকে জমজম টাওয়ার পর্যন্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উত্তরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদী শাসন চায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি অন্যায়ের বিচার বাংলার মাটিতেই হবে।

এস এম জাহাঙ্গীর আরো বলেন, এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা। রাষ্ট্র সংস্কারে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক দেওয়ান, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ, আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূরু, তুরাগ থানা বিএনপির নেতা আলমাস আলী প্রমুখ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গত বছর ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেন। এতে বিচার বিভাগের স্বাধীনতা, রাজনৈতিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও অংশগ্রহণ মূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৩০   ৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বিএনপি ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর
দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম
বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’
ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে: ধর্ম উপদেষ্টা
বেনাপোলে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক



আর্কাইভ