নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিণত করার চেষ্টা করছি: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিণত করার চেষ্টা করছি: ডিসি
বুধবার, ২ জুলাই ২০২৫



নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিণত করার চেষ্টা করছি: ডিসি

নারায়ণগঞ্জকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২ জুলাই) সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ‘গ্রীন অ্যান্ড ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজ পরিবেশে স্বস্তিতে শ্বাস নিতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নারায়ণগঞ্জকে একটি গ্রীন সিটিতে পরিণত করার চেষ্টা করছি। বৃক্ষরোপণ একটি সদকায়ে জারিয়া। আমরা বনজ ও ফলজসহ সব ধরনের গাছ রোপণ করে যাব।”

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, নারী সদস্য খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার এবং ইউনিয়ন পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের অন্যান্য আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫১   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন নয়: মির্জা ফখরুল
নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই
যদি মানুষ আবার রাজপথে নামে তাহলে কাউকেই ক্ষমা করা হবে না: নাহিদ
বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন
ফ্যাসিবাদ বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির: সুলতান সালাউদ্দিন টুকু



আর্কাইভ