
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার অভিযানে হারানো মোট ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
মোবাইল হারানোর জিডির তদন্ত কার্যক্রমের মাধ্যমে এই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইলগুলো ফেরত পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইসিটি শাখার কর্মকর্তারা ও সংশ্লিষ্ট ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৪০:৪০ ৮ বার পঠিত