নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শেরপুরে নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শেরপুরে নিহত ১
শুক্রবার, ৬ জুন ২০২৫



নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শেরপুরে নিহত ১

শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৬ জুন) ভোরে শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনার বাংলা পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে শেরপুর আসছিল। ভোর প্রায় পৌনে ৫টার দিকে বাসটি তারাকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং পাশের খাদে পড়ে যায়। ধাক্কায় বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার ভেঙে মাটিতে পড়ে যায়।

ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসে আটকে পড়া ছয়জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। আহত অন্যদের স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাসের ভেতর থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারা রাত চালিয়ে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।’

বাংলাদেশ সময়: ১৬:০৮:২০   ২৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল



আর্কাইভ