জামালপুরে যাত্রীবাহী অটোরিক্সা দুর্ঘটনায় নিহত- ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » জামালপুরে যাত্রীবাহী অটোরিক্সা দুর্ঘটনায় নিহত- ১
সোমবার, ১৯ মে ২০২৫



জামালপুরে যাত্রীবাহী অটোরিক্সা দুর্ঘটনায় নিহত- ১

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে যাত্রীবাহী অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম জাবেদ (৪০)নামে এক যাত্রী নিহত হয়েছে। সোমবার(১৯ মে) সন্ধ্যায় পৌরসভার ঝালুপাড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম জাবেদ পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে। সে দুই সন্তানের জনক ও একজন ভূট্টা ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় পৌরসভার আরামনগর বাজার থেকে অটোরিক্সা করে বাড়ীতে যাচ্ছিলেন সেলিম জাবেদ। এসময় চলন্ত অটোরিক্সার চাকা ফুটো হয়ে উল্টে যায় এবং গাড়ীর ব্যাটারি যাত্রী সেলিম জাবেদ উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তার মৃত্যুতে সবাই শোকাহত।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান বলেন, এঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:১০:৪১   ৩২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির বিজয় র‍্যালিতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের অংশগ্রহণ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের বিজয় র‍্যালিতে মানুষের ঢল



আর্কাইভ